স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রাত ৮টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রত্না, পৌর আ.লীগ নেতা শেখ মুসফিকুর রহমান মিল্টন, মাকছুদ খান, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আসিফ শাহাবাজ খান, জাহিদ হাসান বাপ্পী প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের কর্মসূচি থেকে শহীদ বৃদ্ধিজীবীদের চেতনা অসাম্প্রদায়িক ও বাঙালী জাতীয়তাবাদের বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।