স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ দুইজন আটক। ফেনসিডিলসহ আটক ব্যক্তি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার খামারপাড়া এলাকার আসাদুর রহমান আসাদ এর ছেলে আজিম হোসেন (২২)।
গাঁজাসহ আটক ব্যক্তির নাম মোঃ আব্দুল আজিজ নিকারি (৩২)। তিনি কলারোয়ার খুড়ো বাকসা এলাকার আকবর আলী নিকারির ছেলে।
গোয়েন্দা পুলিশের নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের খামারপাড়া এলাকায় আজিম হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে গোয়েন্দা গোয়েন্দা পুলিশের একটি দল।
অপরদিকে মঙ্গলবার বেলা ১২ টারদিকে সদর উপজেলার লাবসা দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আরো এক ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ বাবুল আক্তার জানান, সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ জিয়াউর রহমান, এসআই মোঃ মোস্তফা আলম, এএসআই মাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কালীগঞ্জের খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ একজনকে ও মঙ্গলবার বেলা ১২টারদিকে সদর উপজেলার লাবসা এলাকায় অভিযান চালিয়ে আরো এক জনকে ৫শ গ্রাম গাঁজা আটক করা হয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানা ও সাতক্ষীরা সদর থানায় পৃথক মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।