নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন বিষয়ে এবং বিভিন্ন সমস্যা
নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে সাক্ষাত ও
মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মডেল মসজিদ, বিসিক শিল্প নগরী, শহরের যানজট, বিনেরপোতা থেকে রামচন্দ্রপুর বাইপাসের অগ্রগতি প্রসঙ্গ, সাতক্ষীরা প্রাণ সায়ের খালের অনিয়ম-দুর্নীতি তদন্ত বিষয় এবং জেলার অন্যান্য জনগুরুত্ব¡পুর্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো.আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা
খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক
(উন্নয়ন) জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান
রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ
আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, রেবেকা পারভীন, মো. আবুল কালাম, মীর তাজুল ইসলাম রিপন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, মো. আমিরুল ইসলাম মুকুলসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।