করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সাতক্ষীরার কৃতি সন্তান খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) -এর কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনার সাধারণ সম্পাদক, বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার মেহেদী নেওয়াজ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত ঘোষ -এর কাছে সাতক্ষীরার বিভিন্ন স্থানে আপামর জনসাধারণের মাঝে বিতরনের জন্য তিন হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন।
ডাক্তার মেহেদী নেওয়াজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্বে করণা মোকাবেলায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের প্রতিটি সদস্য যে যার অবস্থান থেকে করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিন’র হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় যার যার অবস্থান থেকে সামর্থ্য মতো এগিয়ে এলেই সমন্বিতভাবে করোনা মোকাবেলা সম্ভব।
ডাক্তার সুব্রত ঘোষ বলেন, ডাক্তার মেহেদী নেওয়াজ এর মত দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সাতক্ষীরার কৃতি সন্তানরা নিজ থেকে এগিয়ে এলে আমরা সমন্বিতভাবে করোনার বিরুদ্ধে জয়ী হয়ে সাতক্ষীরাবাসীকে নিরাপদ রাখতে পারব। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি এবং জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে করোনামুক্ত বাংলাদেশ বিনির্মানে নিজেকে নিয়োজিত করি।