সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২শে সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান শিমুল নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । দেশের সর্ববৃহৎ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৫৬ টি ভোটাররাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান শিমুল ২২৯ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি সাতক্ষীরা জেলা আইনজীবী- সহকারী সমিতির নির্বাচনে ২০১৮ সালে সর্ব প্রথম সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয় এবং ২০২০ সালে সহ সম্পাদক নির্বাচিত হয় । বিজয়ের ধারাবাহিকতায় বজায় রাখতে এবার সাংগঠনিক সম্পাদক- পদে সকল সদস্যদের বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন।
এ বিষয়ে মোঃ মেহেদী হাসান শিমুল জানান সমিতির সকল কাজে স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক কাজ করবো সুনামের সহিত কাজ করে যাচ্ছি। আইনজীবী সহকারী সমিতির সকল সদস্য ভাইদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।