স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে প্রাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লোব এবং দাঁতের মাজন সাতক্ষীরা শহরের ৯টি ওয়ার্ডে এবং আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
বুধবার (০৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা স্বেচ্ছাসেবকলীগ অফিসে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আইন সম্পাদক এড. ওসমান গণি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাছেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন ও এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এবং জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা তাঁতীলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তরুণলীগ, সেঞ্চুরি একাডেমি ও সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।