স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার পক্ষ থেকে দক্ষিণ বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ এম মুনসুর আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাব এর বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি মো: মনোয়ার হোসেন অনু।
প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.কাজী এরতেজা হাসান (সি আই পি)’র সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহম্মেদ সোহাগ হোসেন প্রমুখ।
স্মরণ সভায় প্রধান অতিথি বলেন, মুনসুর আহমেদ ছিলেন দক্ষিণ বঙ্গের প্রখ্যাত রাজনীতিবিদ। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যে অপূরণীয় ক্ষতি হয়েছে। তা কখনো পূরণ হবে না। সাতক্ষীরার মাটিতে তার মত নেতা আর কখনো তৈরি হবে কি না সেটি আমার জানা নেই। তার প্রথম মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।