মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের উদ্যোগে ইমাম সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ইমাম পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হাদী’র সভাপতিত্বে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ইসলাম শান্তির ধর্ম, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করতে হবে। মহান আল্লাহ তায়ালা সমাজে ইমামদের অনেক মর্যাদা দান করেছেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমাজে মানুষদের সজাগ ও সচেতন করতে পারেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ইমাম সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এঁর খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব দাঃ বাঃ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা গাউছুল আজম কমপ্লেক্স এর খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব দাঃ বাঃ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা পৌর আওয়ামী রীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ, মুফতি আক্তারুজ্জামান, মাওলানা আফসার উদ্দীন প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলার ইমামগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এঁর খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব দাঃ বাঃ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও শাহী মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ হাফেজ মাওলানা হাফিজুর রহমান।