দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়েশন’র সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩ নভেম্বর) সকাল ১০ টায় এ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম শফি। এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ,ব,ম আখতারুজ্জামান মুকুলের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র আম্পায়ার শেখ মারুফুল হক, ফারুকার রশীদ, রতন খান, রফিকুর রহমান লাল্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম হাসান শানু, বাংলাদেশের এলিট প্যানেল আম্পায়ার লুৎফর রহমান সৈকত, কবির উদ্দীন, সহযোগী সদস্য রেবেকা সুলতানাসহ সদস্যবৃন্দ।
সভায় বক্তারা, সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে গতিশীল করতে এ্যাসোসিয়েশনের পরিকল্পনা মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া সভায় নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের হাতে দায়িত্ব অর্পনের পর শীতকালিন পিকনিক করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে এ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়।
–