হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক ও কালিগঞ্জের কৃতি সন্তান খালিদুর রহমান খালিদ সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মঙ্গলবার সকাল ৭ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৃত শ্যামালী গাজীর পুত্র।
পারিবারিক সূত্রে জানাগেছে,,তিনি কয়েকবার স্ট্রোক করে অসুস্হ হয়ে পড়েছিলেন। এছাড়া দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন। দাম্পত্য জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। তাঁর স্ত্রী সাহিদা বেগম সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত থাকা অবস্হায় তিন মাস আগে মারা যান। মৃত্যুকালে তিনি এক পালিত কন্যা রেখে গেছেন।
ব্যাক্তি জীবনে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ, বিনয়ী, সুমিষ্টভাষী ও সদালাপী ছিলেন।
বর্ণাঢ্য জীবনে তিনি কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজ, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ও কাটুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
মরহুমের প্রথম জানাজা জোহর নামাজ শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল মসজিদের সামনে ও তার গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের নিজস্ব বাসভবনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন হয়েছে।
কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার (অবঃ) সুপার আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা নামাজে অংশগ্রহন করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, নির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল ওয়াহেদ, ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন, আহসানুল হাবিব শিশির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।