দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি কলারোয়ার সন্তান সহকারী অধ্যাপক একেএম ফজলুল হক ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক একেএম ফজলুল হক (৫০) কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের নিজ বাড়িতে রোববার (২৬ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে অসুস্থ বোধ করলে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় সকাল ৭টার দিতে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কণ্যা, ১ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেনে। মরহুমের পৈত্রিক বাড়ি উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামে। তার প্রয়াত পিতা আব্দুর রহিম সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
রবিবার জোহরবাদ কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে প্রথম জানাযা নামাজের পর দ্বিতীয় জানাযা নামাজ আসরের নামাজ বাদ মরহুমের পৈত্রিক বাড়ি বহুড়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
কলারোয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজের ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও বহুড়া গ্রামে অনুষ্ঠিত জানাযা নামাজে ইমামতি করেন জামায়াতের সাতক্ষীরা জেলা আমীর হাফিজ রবিউল বাশার।
সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও মুসুল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র ও জেলা বিএনপির নেতা তাসকীন আহমেদ চিশতি, হাবিবুর রহমান হবি, কলারোয়া উপজেলা বিএনপির সহ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফিজ রবিউল বাশার, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,
কলারোয়া উপজেলা জামায়াত নেতা ইমান আলী শেখ, মাওলানা ওমর আলী, অধ্যাপক মাহফুজুর রহমান, জামায়াতের বাগেরহাট জেলার সাবেক আমীর অধ্যক্ষ মশিউর রহমান, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, খুলনা মহানগর আমীর আবুল কালাম আজাদ, খুলনা উত্তর জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা দক্ষিণ জেলা সেক্রেটারি এ্যাড: মোস্তাফিজুর রহমান, শিবিরের খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মিয়া গোলাম কুদ্দুস, সাতক্ষীরা শহর শাখার সভাপতি আনিসুর রহমান, মরহুমের পুত্র ফাহাদ, ছোট ভাই নাজমুল হক সহ অসংখ্য মুসুল্লিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *