স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আগরদাড়ী ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরাজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ক্ষমতায় এসে রাস্তাঘাট, ব্রীজ-কার্লভাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্ব ক্ষেত্রে ব্যাপক ভাবে উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। সাতক্ষীরায় বাইপাস সড়ক, মেডিকেল কলেজ ও হাসপাতাল, যুব উন্নয়ন ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছেন। শেখ হাসিনা সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃভাতা প্রতি বছর দিয়ে আসছেন। প্রতিবছর শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন।

প্রত্যেক বছরে জানুয়ারির এক তারিখে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন বিনামূল্যে নুতন বই। দেশে ক্ষুধা দারিদ্র মুক্ত ও ডিজিটাল বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রা সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলেছেন। শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণের জন্য ঐকান্তিক ভাবে কাজ করে যাচ্ছেন।

মহিলা সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপস আচার্য্য, সহকারী তথ্য অফিসার রমজান আলী, আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সামছুর রহমান।
এসময় মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, অজেদ আলী, আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *