নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪শে অক্টোবর সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন, সাতক্সীরা সিভিল সার্জ অফিসের প্রতিনিধি ডা. জয়ন্ত, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সুশিলণ প্রতিনিধি মনিরুজ্জামান, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সাংবাদিক আবুল কাশেম সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুসরা, দেবহাটা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় আমরা যা যা প্রস্তুতি নেওয়ার আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপকূলীয় দুইটি উপজেলা আশাশুনি ও শ্যামনগর উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রায় ৩০০ অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আমাদের ৫হাজারের অধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

এছাড়া ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, এলডিইজি, পানি উন্নয়ন বোর্ড সহ সকল দপ্তর প্রস্তুত রয়েছে সম্ভব্য দুর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবেলায়। মানুষজন কে যদি নিরাপদ স্থানে নিয়ে আসতে হয় সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। এবং আশ্রয় কেন্দ্রে মানুষের জন্য শুকনা খাবার, সুপেয় পানি, নগদ অর্থ মজুত রয়েছে। জেলা প্রশাসক উপকূলীয় এলাকার মানুষের প্রতি আহবান জানান, প্রাকৃতিক দুযোর্গের পরিস্থিতি বুঝে আপনারা নিরপাদ আশ্রয় কেন্দ্রে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *