আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা জেলা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। ০৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ বুধবার খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম সাতক্ষীরা জেলায় পৌঁছে প্রথমে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। সাতক্ষীরা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান রেঞ্জ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের একটি সুসজ্জিত দল সালামি প্রদান করেন।
খুলনা রেঞ্জ ডিআইজি সকলকে নিয়ে পুলিশ লাইন্স ব্যারাক পরিদর্শন করেন এবং সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মেসের আধুনিকায়ন, ডায়াস নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করেন। পরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত হয় “বিশেষ কল্যাণ সভা”।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। বিশেষ কল্যাণ সভায় ডিআইজি জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের এবং সিভিল স্টাফদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং এ সমস্যা সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয়ে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভায় মিলিত হন রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলির্শি ফোরামের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। সর্বশেষ তিনি সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরায় অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
##