স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এঁর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হাসিব এহসান, প্যানেল চেয়ারম্যান (২) ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, মতিয়ার রহমান, ওবায়দুর রহমান, মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান, হিসাব রক্ষক আবু হুরাইরা সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিনের কেক কাটেন।