1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 1:09 am

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দুস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় Monday, April 25, 2022

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাশরুবা ফেরদৌস এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ঈদকে সামনে রেখে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় জেলার ৪ হাজার ৭শ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক আবু হোরায়রাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা পরিষদের অন্তর্ভুক্ত ৭৮ টি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ভোজ্য তেল, সেমাই, দুধ ,শাড়ি ও লুঙ্গি। পবিত্র ঈদুল ফিতরের আগে এসব ত্রাণ সামগ্রী ঈদ উপহার হিসাবে পেয়ে গরিব দুঃখী অসহায় মানুষেরা অনেক খুশি।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews