স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ আহসান হাবিব’র বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের সভা কক্ষে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা উপ সচিব এমএম মাহমুদুর রহমান’র সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা খলিরুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হাসিব এহসান, প্যানেল চেয়ারম্যান (২) ডালিম কুমার ঘরামী, সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, মাহফুজা সুলতানা রুবি, কাজী নজরুল ইসলাম, মাকসুদুর রহমান মুকুল, আসাদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, এ্যাড. শাহনাজ পারভিন মিলি, মতিয়ার রহমান, ওবায়দুর রহমান, হিসাব রক্ষক আবু হুরাইরা সহ জেলা পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম ফুল দিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ আহসান হাবিব’র বদলি জনিত বিদায় সংবর্ধনা জানান এবং নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা উপ সচিব এমএম মাহমুদুর রহমান কে শুভেচ্ছা জানান।