সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
সদ্য সমাপ্ত অলিম্পিক গেমস্-এ স্বর্ণপদক বিজয়ী সাতক্ষীরার কৃতিসন্তান বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার কে মঙ্গলবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয় থেকে জেলার সুযোগ্য পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) শুভেচ্ছা উপহার প্রদান করেন।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) দ্রুততম মানবী শিরিন আক্তার কে বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত মগ, মাস্ক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
দ্রুততম মানবী শিরিন আক্তারও সাতক্ষীরা পুলিশ সুপার কে বিকেএসপি’র লোগো সম্বলিত একটি টি-শার্ট ও মগ উপহার হিসেবে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিআইও মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।