স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা প্রশাসকের অফিস রুমে জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা ও জেলার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এসময় তারা জেলার উপকূলীয় অঞ্চলের টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, নদ-নদী ও খাল খনন, জেলার উন্নয়ন, জলাবদ্ধতা নিরশন, নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক তাদের বলেন, জলাবদ্ধতা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য সচিব সাইফুল করিম সাবু, সদস্য গোলাম মোরশেদ ও শেখ জাহাঙ্গীর হেসেন।