শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় সাতক্ষীরা সদর উপজেলা একাদশ শিরোপা জিতে নিয়েছে। খেলায় রানার্স আপের এর মর্যাদা লাভ করেছে দেবহাটা উপজেলা একাদশ।
রোববার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দেবহাটা একাদশ একটি গোল করে। দ্বিতীয়ার্ধের খেলায় সাতক্ষীরা সদর উপজেলা একাদশ পাল্টা গোল দিয়ে সমতা আনে। আট দলীয় টুর্নামেন্টের ৮০ মিনিটের এই খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে মিমাংসিত হয়। সদর উপজেলা একাদশ টাইব্রেকারে এক গোল বেশী করে বিজয়ের পথ সূচনা করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন সদর উপজেলা একাদশের রাসেল।
খেলা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এসময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির , পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।