স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আলেম-ওলামা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনের মধ্যদিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ রমজান জেলা প্রশাসকের বাংলোয় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং দেশেরে উন্নয়ন অগ্রযাত্রাসহ সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। দীর্ঘ দুই বছর মহামারি করোনা ভাইরাসের পর এবার জাঁকজমক পূর্ণভাবে এ ইফতার মাহফিল অতিথিদের মিলন মেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলের আয়োজক সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ইফতার পূর্বে স্বাগত বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে অংশ নেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত
সভাপতি সাবেক সংসদ সদস্য এম ফজলুল হক, সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, সাতক্ষীরা ৩৩ বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ (পিএসসি), সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদি, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেল সুপার সাঈদ হোসেন,
জেলার আব্দুল্লাহ আল মানুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিনসহ নারী সংগঠনের নেত্রীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।