সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মো: আরমান আলী, যুগ্ম সম্পাদক শাহজাহান আলী ছোট বাবু, দপ্তর সম্পাদক মো: বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো: সোহরাব হোসেন, নেত্রী নাজমা খাতুন, সাহিদা আক্তার ময়না, নাজমা আক্তার নদী, পৌর ভূমিহীন সমিতির সভাপতি মো: আশরাফুল ইসলাম, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী, সদস্য মো: সিদ্দিকুর রহমান, বাংলাদেশ দলিত পরিষদের উপদেষ্টা শওকত আলী, সভাপতি গৌর পদ দাশ প্রমুখ।
সভায় দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাদক নজরুল সম্প্রতি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের সাথে জড়িত থাকায় দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এছাড়া দ্রুত দেবহাটায় একটি স্বচ্ছ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি