নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সহ সভাপতি জি এম ফাত্তাহ’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলী, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে চায়না বাংলা, সিবি হসপিটাল’র এমডি ও দৈনিক সুপ্রভাত সম্পাদক মরহুম এ.কে.এম আনিছুর রহমানসহ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি জেলা শাখার নব গঠিত সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব গঠিত কার্য নির্বাহী কমিটির সভাপতি মো. শাহ্ আলম, সহ সভাপতি জি এম ফাত্তাহ্, মো. লুৎফর রহমান, মো. সাহাদাৎ হোসেন, শিবপ্রসাদ ঘোষ, মো. কামরুল হাসান, আলহাজ্ব মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, মো. কামরুজ্জামান কামু, মো. ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মিহির সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আহাদ আলী, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. রজব আলী, দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম, কার্যকরি সদস্য হযরত আলী, আবু ছিদ্দিক আলী, মো. শহিদুল ইসলাম, তুলসি দে, সাইফুদ্দিন খোকন, রফিকুল ইসলাম, ময়নুল হাসান, সাইফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *