দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি বার্ষিক নির্বাচনে-২২’ আমানুল্যাহ আমান সভাপতি ও আব্দুল মালেক গাজী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শনিবার(১১ জুন) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটি জানান, সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার শিক্ষক আনুপাতিকহারে ৪১ জন শিক্ষক ডেলিগেট হিসাবে ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দী প্রার্থী শ্যামনগর উপজেলার নাকিলা পাইলাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী পেয়েছেন ১৯ ভোট। একই প্রক্রিয়ায় সাধারন সম্পাদক পদে সাতক্ষীরা সদর উপজেলার নবারুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দী প্রার্থী কালীগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম মিজানুর রহমান পেয়েছেন ১৬ ভোট। জেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ৪১ টি পদের বিপরীতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা হলেও অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সমিতির বিদায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, নির্বাচন কমিশনার বিদায়ী কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার বিদায়ী কমিটির কর্মকর্তা শেখ মাগফুর রহমান, সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দ্র কুমার নাথ।
নির্বাচনের ফলাফল প্রকাশ শেষে উভয় পদের জয়ী প্রার্থীদের সাথে পরাজিত শিক্ষক নেতৃবৃন্দ সহ উপস্থিত শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। নব নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ও সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীকে বিভিন্ন উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।