স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী সাতক্ষীরায় জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলার সভাপতি নাসরিন খান লিপি, সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজ বাবু, সাধারণ সম্পাদক শামীমা পারভিন রত্না, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকশেখ মোসফিকুর রহমান মিলটনসহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে মজেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।