স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করাহয়েছে। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী সকালে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করাহয়।
এসময় উপস্থিত থেকে সাধারণ পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল্লহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সদস্য ও মটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাবেক সাধারণ সম্পাদক মানুষের কাজী আক্তারুজ্জামান মহব্বত।
আরো উপস্থিত ছিলেন শেখ শফিউল ইসলাম শফি, আব্দুস ছালাম, জাকির হোসেন টিটু, মোঃ সেলিম, সাইফুল, প্রস্তাবিত পৌর সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ জেলা শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।