নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা
প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. এ খালেকের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কাজী শরিফুল ইসলাম, আজিজুল হক, মীর মনিরুজ্জামান, যুগ্ন সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, মো. রমজান আলী, জাহিদুর রহমান জাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. গাউছ আলী,
সাংগঠনিক সম্পাদক সূর্যকান্ত পাল, মো. জোহর আলী, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজালাল, সদর উপজেলার সদস্য সচিব জাহিদ খান, দেবহাটা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের,
শ্যামনগর উপজেলার সভাপতি কামরুল হায়দার নান্টু, তালা উপজেলার সভাপতি আব্দুল জব্বার,সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলাপ, পাটকেলঘাটা শ্রমিকলীগের সুমন কাগুজী, কলারোয়া শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আশাশুনি শ্রমিকলীগের সভাপতি মো. হাসানুজ্জামান (নব নির্বাচিত চেয়ারম্যান), সাধারণ সম্পাদক হারুনার রশিদ প্রমুখ।
বর্ধিত সভায় উপস্থিত সকল উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ সকল ইউনিট প্রধানগণ সাবু-খালেক নেতৃত্বাধীন জেলা শ্রমিকলীগের কমিটির প্রতি পূর্ণ আস্থা রেখে আগামীতে এ কমিটিকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরায় একটি কুচক্রী মহল আমাদেরকে আলাদা করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আমরা এক থাকলে তারা আমাদের কিছু করতে পারবেনা। কোথা থেকে ভুয়া কাগজপত্র এনে কয়েকজন নিজেদেরকে নেতা দাবী করছে।
যিনি জেলা শ্রমিকলীগের সদস্য সচিব দাবী করছে তিনি নিজেই জেলা
আওয়ামীগীগের সদস্যই না। আমরা তাদের থেকে সাবধান থাকবো। আগামীতে জেলা সম্মেলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহবান জানান।”