স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় করোনা কালীন সময়ে দুস্থ, অসহায় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রান্না করা করা খাবার ও মাস্ক বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ।
স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম বাবু খান এর উদ্যেগে সোমবার দুপুর ২ টায় (১২ জুলাই) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন টিপটপ লন্ড্রীর সামনে ২’শ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, সাবেক ছাত্রলীগ নেতা মো: হাফিজুর রহমান, মোশতাক আহম্মেদ লিটন, জেলা তরুণলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আশরাফ আলী কর্ণেল বাবু, সামছুদ্দিন বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান, সোহাগ হোসেন, আক্তারুজ্জামান সুজন, মাসুদ, রুবেল, ইব্রাহিম, আব্দুল আলিম, মৃত্যুঞ্জয়, শহিদুল, মানিক, তুফান, রুহুল আমিন। রান্না করা খাবার ও মাস্ক বিতরণ কর্মসূচি চালু থাকবে বলে জানান নেতৃবৃন্দ।