নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সাতক্ষীরা সদর ও পৌর শাখার হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পাওয়ারহাউজ জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের আহবায়ক কমিটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মুমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মো. ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা পাওয়ার হাউজের নির্বাহী প্রকৌশলী মো. সোয়াইব হোসেন,কুরআন রিচার্জ ফাউন্ডেশন ঢাকা’র সদস্য মনিরুল ইসলাম ফারুকী, জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরা সদর শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা আমিরুল ইসলাম বেলালী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা হাফেজ পরিষদের যুগ্ন আহবায়ক হাফেজ কাজী সাইদুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোঃ অহিদুজ্জামান অহিদ, আহবায়ক কমিটির সদস্য হাফেজ মোঃ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুর রাজ্জাক, হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা সদর শাখার সভাপতি হাফেজ আব্দুস সালাম, হাফেজ পরিষদের সদস্য হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ আসাদুজ্জামান মনা,হাফেজ হাবিবুর রহমান, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ ইব্রাহিম সহ হাফেজ পরিষদের সাতক্ষীরা সদর ও পৌর শাখার সদস্যবৃন্দ।