আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরার আহাদ সরদার (৬৫) নামের এক বৃদ্ধ কে মাগুরা জেলাতে পাওয়া গেছে। বৃদ্ধ আহাদ সরদারের পিতার নাম মৃত ওয়াজেদ আলী সরদার। তার ছেলের নাম কুদ্দুস সরদার। বৃদ্ধের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার পারখারজা বলে জানিয়েছেন।

বৃদ্ধ আহাদ সরদার কে আজ মঙ্গলবার সন্ধা ৭টা ২০ মিনিটের দিকে মাগুরা জেলা সদরের আঠারো খাদা গ্রামে পাওয়া গেছে। বর্তমানে তিনি মাগুরা জেলা সদরের আঠারো খাদা গ্রামের ইমরান হোসেন নামের এক যুবকের কাছে রয়েছেন।

রাত ৯টার দিকে মাগুরার ছেলে ইমরান হোসেন সাতক্ষীরার অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর ০১৭১২ ১০৫৬৮৯ নম্বরে কলে বৃদ্ধ আহাদ সরদার নামের ওই ব্যক্তি কে পাওয়া গেছে বলে জানান। বৃদ্ধ আহাদ সরদার কে স্থানীয়রা মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

বৃদ্ধ আহাদ সরদার কে ফিরিয়ে আনতে ০১৭২৮-৫৫৬৮৫৭/০১৭১৯-৯১৪৩৫২ নম্বরে অথবা মাগুরা সদর থানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *