স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা পুলিশ ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ আনুষ্ঠানিক ভাবে পালন করাহয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)। সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন জেলা পুনাক সভানেত্রী নাদিয়া আফরোজ, জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সকল শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর মহা আদর্শে অনুপ্রানিত হয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করার আহবান জানান। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে,মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠার তাগিদ দেন তিনি।
আলোচনা সভা শেষে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন করাহয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশনা করেন। পরবর্তীতে আমন্ত্রিত সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সবশেষে সবার অংশগ্রহণে রাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।