স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের গড়েরকান্দায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৮টায় গড়েরকান্দা কলপাড়া এলাকার বাকি মুহুরীর বাড়ির সামনে হতে হাফিজ মাস্টার এর বাড়ির সামনে পর্যন্ত এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ৬ লাখ ৮০০ টাকা ব্যায়ে ৫০০ ফুট এ ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ,
প্রোগ্রাম অর্গানাইজার সবুজ কুমার দাস, সিডিও’র সভানেত্রী ফাতেমা বেগম, সেক্রেটারী মলিনা বাছাড়, ক্যাশিয়ার ছকিনা খাতুন, গড়েরকান্দা রহমতপুর ইয়ুর্থ গ্রুপের সভাপতি প্রান্ত বাছাড়, সহ সভাপতি কাকুলি, ব্রাক ইউডিপির সিও সাজেদা আক্তার কাজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।