শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা পৌরসভার প্রথম মহিলা কমিশনার মার্জিয়া খানমের নামে সড়কের নামফলক এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে শহরের সার্কিট হাউস মোড় থেকে বাইপাস পর্যন্ত সড়কটি মার্জিয়া খানমের নামে নাম করণ করা হয়েছে।
মঙ্গলবার সকল ১০ টায় পৌরসভার প্রথম মহিলা কমিশনার মর্জিনা খানমের ছেলে ফয়জুল্লা খান রমেল এর সভাপতিত্বে সড়কের নামফলক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়ের তাজকিন আহমেদ চিশতী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর দৌলা সাগর। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীগের সভাপতি শমির বসু, নাসির খান, রুহুল কুদ্দুস সহ মার্জিয়া খানমের পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।