স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক পৌর প্যানেল মেয়র, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সেলিমের জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার আছরের নামাজ শেষে কাটিয়া লস্করপাড়ায় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিমের ভাগনে মনিরুল ইসলাম মনি।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.হ.ম. তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, আওয়ামী লীগ নেতা জুলফিকার রহমান উজ্জল, আব্দুস সালাম, পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, কাউন্সিলর শফিকুল আলম বাবু, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মাসুম বিল্লাহ শাহিন।

এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজের জানাযা শেষে সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিম কে লস্করপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফনকরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *