স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ৮০৯ টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের ইটাগাছা, রইচপুর, খড়িবিলা, বাগবাটিসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকার নাগরিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টোকেন বিতরণ করেন। পরে সুফলভোগীরা সাতক্ষীরা পৌরসভা থেকে প্রধানমন্ত্রীর ওই মানবিক সহায়তার নগদ ৩০০ থেকে ৫০০ টাকা ও ১০ কেজি করে চাল উত্তলন করেন।
এদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ব্যক্তিগত উদ্যোগে ৭নং ওয়ার্ডে প্রায় ৭০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।