1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
August 2, 2021, 1:56 am
Title :
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় আগস্টের প্রথম দিনে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসকদের কালো ব্যাজ পরালেন জেলা আ’লীগ নেতৃবৃন্দ কলারোয়ায় সেবা’ সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার সেট, মাস্ক ও গ্লাভস প্রদান কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক জরিমানা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালনে কলারোয়ায় আ’লীগের প্রস্তুতি সভা পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট : মামলা তুলে নিতে খুন জখমের হুমকি আশাশুনিতে উন্মুক্ত খালে নেট পাটা দেওয়াসহ বেহুন্দী জাল পেতে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্টে ৩জন জরিমানা আশাশুনির মরিচ্চাপ বেইলী ব্রীজের পাতে আবারও ভাঙ্গন জন দুর্ভোগ চরমে অসময়ের ফসল হলুদ তরমুজ চাষে আগ্রহী হচ্ছে সাতক্ষীরার কৃষকরা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ

  • আপডেট সময় Wednesday, March 10, 2021

আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়েরর সম্মেলন কক্ষে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে চৌগাছা, বাগেরহাট, বাঘারপাড়া, জীবন নগর এবং আলমডাঙ্গা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকারের পরিচালক সৈয়দ রবিউল আলম।

শপথ গ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান, ৪,৫ ও ৬ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনীমা রানী মন্ডল এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর রাবেয়া পারভিন।

পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখি, সমৃদ্ধি ও সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ জনগণের সুখে, দুঃখে তাদের পাশে থাকতে হবে। মানুষের কল্যাণে মেয়র ও কাউন্সিলরসহ সকলে মিলেমিশে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কাজ থেকে জন প্রতিনিধিদের দূরে থাকতে হবে। সততার সাথে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews