পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার ব্রহ্মরাজপুরে গত ১৪ জুন রাতে পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য হাফেজ রাউফুজ্জামানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

উক্ত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হাফেজ রাউফুজ্জামান ও তার সঙ্গীয় আব্দুল হামিদ উভয়কেই হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে মেরে কাটা, ফোলা ও রক্ত্যাক্ত জখম করে মারাত্মক আহত করে। বর্তমানে তিনিসহ তার সঙ্গী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাফেজ রাউফুজ্জামান এর সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যথাক্রমে ডা: শেখ সিরাজুল ইসলাম, এ্যাড. জাকির হোসেন বাবু, সৈয়দ হায়দার আলী তোতা, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মুন্সি ইমাদ উদ্দীন মাস্টার, রকিবুল হাসান, সামছুল আলম, কবীর হোসেন, আকরম হোসেন, মো: জিয়াদ আলী, জাহাঙ্গীর আলম মেনন, আলমগীর হোসেন, মিজানুর রহমান, নূরুল ইসলাম সাগর, সিরাজুল ইসলাম, শওকত আলী, মন্টু দাস, শ্রী পশুপতি, বাবুরাম প্রমুখ।

রাউফুজ্জামানের উপর আক্রমণকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *