স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনের ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে রোববার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন’ও জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সহ-সভাপতি আব্দুর রব খোকন, মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লিটন মির্জা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ৫নং ওয়ার্ডের সভাপতি হারুণ উর রশিদ, সাধারণ সম্পাদক কবির হোসেন, সবুর খান।
এছাড়া উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মুজিবর রহমান, বিশ্বজিত মন্ডল, মনজুরুল, মেহেদী হাসান, মোস্তফা প্রমুখ।