স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস নতুন উদ্বোধন করা হয়েছে। ১৪ই মার্চ সোমবার রাত ৮টায় শহরের ইটাগাছা সিএন্ডবি মোড় জনতা ব্যাংকের নিচে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা শ্রমিকলীগের সহ-সম্পাদক ও জেলা ট্রাক ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন।

এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সহ-সভাপতি নুর আলী গাইন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, আনারুল ইসলাম এতিম, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভিন, সদস্য প্রতিমা রানী।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা সাকা উদ্দীন সরদার, ওমর আলী সরদার, ইসরাফিল, যুবলীগ নেতা ফজলু ঢালী, নাজির উদ্দীন সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস্তার পাশে সরকারি জায়গায় আওয়ামী লীগের অফিসটি স্থানান্তর করে নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রোডস কর্তৃক স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করলে কার্যালয়টি অন্যত্র স্থানান্তরিত করার জন্য শেখ জাহাঙ্গীর হোসেন কালু নিজ দায়িত্বে অফিসটি স্থানান্তর করেন। রোডসের জায়গায় অফিসটি থাকায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে অফিসটি সরানো হয়েছে।

এসময় বক্তারা আরো বলেন, আগামী ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠনের লক্ষে দলীয় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ কে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *