অনলাইন ডেস্ক : সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২১ এর প্রার্থীতা প্রত্যাহার অন্তে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার প্রেসক্লাবের ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) ওই তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত তালিকায় সভাপতি পদে দু’জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন-সময় টিভির মমতাজ আহমেদ বাপী ও আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দু’জন। তারা হলেন-দৈনিক ইনকিলাবের আব্দুল ওযাজেদ কচি ও দৈনিক সাতনদীর হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন। তারা হলেন-ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, যমুনা টিভির শেখ আহসানুর রহমান রাজিব ও দৈনিক ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দু’জন। তারা হলেন-দৈনিক সমাজের কথা’র আব্দুল জলিল ও দৈনিক মানবজমিনের ইয়ারব হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দু’জন। তারা হলেন-দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রীস ও দৈনিক খবরপত্রের মো: রবিউল ইসলাম। অর্থ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দু’জন হলেন-দৈনিক লোক সমাজের শেখ মাসুদ হোসেন ও দৈনিক কালের কণ্ঠ’র মোশাররফ হোসেন।
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দু’জন হলেন- চ্যানেল নাইন’র কৃষ্ণমোহন ব্যানার্জী ও দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দু’জন হলেন দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল ও দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না।
নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১০জন। তারা হলেন-দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক বাংলাদেশ নিউজের মো: আব্দুস সামাদ, দৈনিক প্রবাহের এড. খায়রুল বদিউজ্জামান, দৈনিক বণিকবার্তার গোলাম সরোয়ার, সিটিজেন টাইমস’র ফারুক রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদীর মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরার মো: মাসুদুর জামান সুমন, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, এসএ টিভির এম শাহীন গোলদার ও দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল। আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। নির্বাচনে ১০৪জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।