স্বাধীনতার জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন পরিচালিত সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে মাস্ক বিতরন করা হয়েছে। ২৬ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক আলহাজ্ব এম এ হান্নান মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের ম্যানেজার আরিফুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। মাস্ক বিতরণ উদ্বোধন কালে পরিচালক এম এ হান্নান বলেন, করোনা পরিস্থিতি বাড়ছে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি স্বাস্থ্য বিধি মেনে সকল প্রকার কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি