শোকের মাস আগস্টের প্রথম দিনে রবিবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষের উদ্যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসকদের কালো ব্যাজ পরায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ আবু আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. আজাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, জেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শোখ আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, সাবেক ছাত্র নেতা রনজিৎ ঘোষ, সাবেক যুবলীগ নেতা খায়রুল বাসার পাপন, পৌর তাতী লীগ সভাপতি মিঠু, কর্ণ বিশ্বাস কেডি প্রমুখ।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা নওরোজ, অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস এবং গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শংকর প্রসাদ বিশ্বাসকে কালো ব্যাজ পরিধান করানোর মাধ্যমে শোকের মাস আগস্টের প্রথম দিনে এই কর্মসূচীর সূচনা করা হয়।
চিকিৎসকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার মন্ডল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. কল্যানাশীষ সরদার, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাশ, ইউরোলোজিস্ট ডা. মো. রাশিদুজ্জামান, ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. তকি তাজওয়ার, সাধারণ সম্পাদক ডা. সুমন কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মহিবুল ইসলামসহ বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।