করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯/০৬/২০২১) সকাল ১১ টায় কলেজের সামনে পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক তকি তাজওয়ার, সাবেক সহ-সম্পাদক মহিবুল ইসলাম লিখন, সাবেক কার্যকরী সদস্য রাতুল বাইনসহ বিভিন্ন বর্ষের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণকালে সামেক ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ জানান, করোনা ভাইরাস আক্রমণের শুরু থেকেই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আমরা। যতদিন করোনার সংক্রমণ থাকবে ততোদিন আমাদের এই মাস্ক বিতরণের ধারাবাহিকতা চলমান থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)