সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৪ জুলাই সকলের সম্মতিক্রমে উক্ত কমিটি অনুমোদন দেওয়ার হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি ডা. সুমন কুমার শীল, সহ সভাপতি ডা. নাজমুস সাকিব চৌধুরী, ডা. আরাফাত আহমেদ, ডা. ফারিয়া তাবাসসুম আরুশা; সাধারণ সম্পাদক- ডা. রসিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- ডা. তকি তাজওয়ার, ডা. পল্লব রায়; সাংগঠনিক সম্পাদক ডা. আলমাহমুদ, ডা. মীর সাজিদ শফিক। উপদেষ্টা- ডা. নিউটন হালদার, ডা. কাওসার আহমেদ অনিক, ডা. রাফিজুর রহমান প্রমুখ।
নির্বাচিত কমিটিকে সাতক্ষীরা মেডিকেল কলেজের স্বাস্থ্যব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা সাধুবাদ জানিয়েছেন এবং কোভিড ১৯ মোকাবিলায় ইন্টার্ন চিকিৎসকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সর্বাত্মক ভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মেডিকেল কলেজ হাসপাতালের সকলকে নিয়ে স্বাস্থ্য সেবা দানে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।