নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র ৬১তম জন্মদিন কেক কেটে পালন করেছে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ঢাকাতে অবস্থান করায় কেক কেটে জন্মদিন পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস সহকারী কামরুল ইসলাম, সহকারী উপ যুব প্রধান ১ ইলিয়াস হোসেন, উপ যুব প্রধান ২ মীর মনোয়ার হোসেন, ইকবাল, সাইফুল ইসলাম, মিলন, মিরাজ, তন্বী, তৌফিক সহ যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।