বিশেষ প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা ল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সন্ধ্যায় ল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। আলোচনা সভায় বক্তব্য রাখেন ল কলেজের প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. শরীফ আজমীর রোকন, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি এস এম বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রমুখ। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ল কলেজের প্রভাষক এড. মুনির উদ্দীন।