স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জেরধরে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ এলাকায় প্রতিপক্ষের হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এঘটনায় এক জন গুরুতর আহত হয়েছে। প্রতিপক্ষের হামলায় আহত পলাশপোল সবুজবাগ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ আব্দুস সামাদ বাদী হয়ে ৪ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার জমা দিয়েছে।
এঘটনায় মোঃ আব্দুস সামাদ জানান, পূর্ব শত্রুতার জেরধরে গত ৭ মার্চ সকাল ৮টারদিকে আমার সীমানা প্রাচীরে মিস্ত্রি দিয়ে কাজ করানোর সময় আমার প্রতিবেশী মোঃ জহুরা জহুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম ও মোছাঃ জেসমিন খাতুন হটাৎ এসে কাজ বন্ধ করেদেয়। এসময় প্রতিবাদ করলে তারা বাঁশের লাঠি, লোহার রড, দা নিয়ে হামলা করে আমাকে ও প্রাচীরে কর্মরত মিস্ত্রি লিয়াকত হোসেনকে মারধর করে।
এসময় জহুরুল ইসলামের হাতে থাকা দা’এর কোপে আমার ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েযায়। মিস্ত্রির নির্মাণ সামগ্রী ভাংচুর করে তারা। মারধরের এক পর্যায়ে তারা হুমকিদিয়ে বলেন এই প্রাচীরে কাজ করলে তোদের মৃত্যু অনিবার্য। এসব ঘটনা আমার অন্যান্য প্রতিবেশীরা দেখে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে। পূর্ব শত্রুতার জেরধরে এই হামলা ও মারপিটের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করছি।
জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার এসআই মেহেদী হাসান জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।