নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে। সোমবার (২২ আগষ্ট) সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

মহিলা সদস্য পদে কোন প্রার্থী না থাকায় নাছিমা খাতুন বিনা প্রতিদ্বন্দিতায় জয়লালাভ করে। ২২ আগস্ট অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী অভিভাবক সদস্যদের ভোটে নির্বাচিত হন। মোট ৩০৪ ভোটারের মধ্যে ১৮১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচিত সদস্যরা হলেন- এবতেদায়ী স্তরে আব্দুল জলিল ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দাখিল স্তরে সদস্য পদে মো. আবুল হাসান ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মো. আব্দুল হাকিম ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মো. জিয়াদ আলী ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গনি। এসময় উপস্থিত ছিলেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর মুর্ত্তেজা রেজা, সহকারী সুপার মো. আব্দুল আলিম, সাতক্ষীরা সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর লিটন কুমার সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *