সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) সকাল ১১টায় নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিবৃন্দের এক সভায় তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ এমাদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মোশারাফ হোসেন, রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন, মুন্নাফ মন্ডল, ডলি রানী, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম ও শামীমা আক্তার।
গত ২৩ জানুয়ারি-২০২২ তারিখে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।প্রেসবিজ্ঞপ্তি