স্টাফ রিপোর্টার : গভীর রাতে তালতলায় তৈয়ব আলীর বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। ৩০শে জানুয়ারি রবিবার দিনগত রাত পৌনে ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মৃত. ইজ্জত আলীর ছেলে তৈয়ব আলীর বাড়িতে দু:সাহসিক ওই চুরির ঘটনা ঘটে। এব্যাপারে ক্ষতিগ্রস্থ তৈয়ব আলী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, ২/৩ জনের সংঘ্যবদ্ধ চোর চক্র রবিবার দিনগত গভীর রাতে তালতলার তৈয়ব আলীর ঘরের বারান্দার বাশের বেড়ার তালা ভেঙে তার ঘরে প্রবেশ করে। চোর ঘরের ভিতর টিনের ব্যারেলের তালা ভেঙে ব্যারেলের মধ্যে মাথা ঢুকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিতে থাকে। এক পর্যায়ে ওই টিনের ব্যারেলের ঝাপ(দরজা) চোরের মাথার উপর পড়ে শব্দ হলে তৈয়ব আলীর ঘুম ভেঙে যায়।
এসময় তৈয়ব আলী একজন চোর কে পিছন থেকে ধরে ফেললে চোর কৌশলে তার জ্যাকেট ও পায়ের জুতা খুলে তৈয়ব আলীর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরই মধ্যে চোর তৈয়ব আলীর টিনের ব্যারেলে রাখা নগদ ৪লাখ ৭০হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের দুল, একটি আংটিসহ ৫ লাখ ৪৪ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।